আগামী ২৪ ডিসেম্বর ২০২২, শনিবার ঢাকার ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্ক বিল্ডিং-এর ৭১ মিলনায়তনে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)-এর উদ্যোক্তা বিষয়ক কার্যক্রম ‘চাকরি খুঁজব না চাকরি দেব’ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন অ্যান্ড অন্ট্রপ্রিনিয়রশিপ ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে ২০২১ সালের সফল উদ্যোক্তাদের সম্মানিত করা হবে।
উদ্যোক্তা সম্মাননা ২০২১-এর আহ্বায়ক প্রমি নাহিদ জানিয়েছেন, মনোনয়নকৃত উদ্যোক্তাদের মধ্য থেকে বিচারকদের মাধ্যমে নির্বাচিত উদ্যোক্তাদেরকে উদ্যোক্তা সম্মাননা, নবীন উদ্যোক্তা স্বারক, ইউসুফ চৌধুরী সম্মাননা, নূরুল কাদের সম্মাননা এবং লুনা শামসুদ্দোহা সম্মাননা প্রদান করা হবে।
উদ্যোক্তাদের এই মিলন মেলায় সম্মাননা ও স্মারক তুলে দেবেন দেশের সফল উদ্যোক্তা ও বরণীয় ব্যক্তিত্ববৃন্দ।
’আইপিডিসি নিবেদিত উদ্যোক্তা সম্মাননা ২০২১’-এর আয়োজনটি সকলের জন্য উন্মুক্ত।
আপনার ছবি দিয়ে আয়োজনের ফটোফ্রেম ক্রিয়েট করতে লিংকটিতে ক্লিক করুন: https://mhtipu.xyz/