spot_imgspot_img

উদ্যোক্তা উন্নয়নে একযোগে কাজ করবে লাট্টু এবং চাকরি খুঁজব না চাকরি দেব

গত ৭ ফেব্রুয়ারি ডটলাইনস বাংলাদেশ’ এর হেড অফিস, গুলশান ১-এ অনুষ্ঠিত হয়ে গেলো লাট্টু এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক এর উদ্যোক্তা বিষয়ক কার্যক্রম ‘চাকরি খুঁজব না চাকরি দেব’ এর মধ্যকার একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান।

লাট্টু, ডটলাইনস বাংলাদেশের একটি উদ্যোগ। এটি মূলত উদ্যোক্তাদের অনলাইন প্লাটফর্ম যেখানে উদ্যোক্তারা নিজস্ব নামে স্টোর খুলে খুব সহজে অনলাইনে পণ্য বিক্রয় করতে পারবে। এই প্লাটফর্মে কোনো ধরণের মূলধন বি্নিয়োগের প্ৰয়োজন হয় না এবং রয়েছে ২৫ হাজারেরও বেশি দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডেড পণ্য বিক্রি করার সুযোগ। শুধু তাই নয়, এই প্লাটফর্ম-এ যেকোনো সেলার এর শপ থেকে পণ্য অর্ডার হবার পর সকল ধরণের লজিস্টিকস সাপোর্ট (প্রোডাক্ট কালেকশন ও ডেলিভারি), পেমেন্ট কালেকশন এবং কাস্টমার সাপোর্ট লাট্টু নিজেই পরিচালনা করে থাকে। এছাড়াও যেসব উদ্যোক্তাদের নিজস্ব পণ্য বা সেবা আছে তারা ও মার্চেন্ট হিসেবে লাট্টুতে রেজিস্টার্ড হয়ে সারাদেশে লাট্টুর ১০ হাজারের বেশি উদ্যোক্তা নেটওয়ার্ক ব্যবহার করে নিজের ব্যবসার প্রসার করতে পারেন সহজেই। এরই ধারাবাহিকতায় লাট্টু এবং চাকরি খুঁজব না চাকরি দেব এক সাথে বাংলাদেশের উদ্যোক্তা উন্নয়নে কাজ করবে। এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লাট্টু এর পক্ষ থেকে বিপ্লব ঘোষ রাহুল (সিইও, ইকুরিয়ার), প্রোডাক্ট ডেভেলপমেন্ট লিড সৈয়দ আসাদুজ্জামান ফুয়াদ, পার্টনারশীপ ম্যানেজমেন্ট লিড বিজিত দাস এবং ব্র্যান্ড ও মার্কেটিং লিড আশফাকুল আমিন আসিফ। অন্যদিকে চাকরি খুঁজব না চাকরি দেব থেকে উপস্থিত ছিলেন গ্রুপের কো-অর্ডিনেটর প্রমি নাহিদ, এডমিন জাহিদুল ইসলাম ও ইএসডিজি ফর বিডি এর প্রজেক্ট ম্যানেজার জাহানারা আমির।

ডটলাইনস গ্রুপ প্রেসিডেন্ট মাহবুবুল মতিন বিশ্বাস করেন, লাট্টু প্লাটফর্ম বাংলাদেশের অর্থনীতিতে উল্ল্যেখযোগ্য অবদান রাখবে। ১৮ কোটি মানুষের এই দেশে, মানুষের বেকারত্ব দূর করতে লাট্টু এক উদ্ভাবনী প্লাটফর্ম। মানুষ এখন থেকে ঘরে বসেই কোনো রকম পুঁজি বিনিয়োগ না করে তার নিজস্ব নামে একটি অনলাইন স্টোর খুলে নিজের ব্যবসা শুরু করতে পারে যেকোন সময়। শুধু তাই নয় তিনি আরো বলেন, লাট্টু প্লাটফর্মটি আমাদের দেশের নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠার জন্য এক অভাবনীয় প্লাটফর্ম।

গত ৭ ফেব্রুয়ারি ডটলাইনস বাংলাদেশ’ এর হেড অফিস, গুলশান ১-এ অনুষ্ঠিত হয়ে গেলো লাট্টু এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক এর উদ্যোক্তা বিষয়ক কার্যক্রম ‘চাকরি খুঁজব না চাকরি দেব’ এর মধ্যকার একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান।

লাট্টু, ডটলাইনস বাংলাদেশের একটি উদ্যোগ। এটি মূলত উদ্যোক্তাদের অনলাইন প্লাটফর্ম যেখানে উদ্যোক্তারা নিজস্ব নামে স্টোর খুলে খুব সহজে অনলাইনে পণ্য বিক্রয় করতে পারবে। এই প্লাটফর্মে কোনো ধরণের মূলধন বি্নিয়োগের প্ৰয়োজন হয় না এবং রয়েছে ২৫ হাজারেরও বেশি দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডেড পণ্য বিক্রি করার সুযোগ। শুধু তাই নয়, এই প্লাটফর্ম-এ যেকোনো সেলার এর শপ থেকে পণ্য অর্ডার হবার পর সকল ধরণের লজিস্টিকস সাপোর্ট (প্রোডাক্ট কালেকশন ও ডেলিভারি), পেমেন্ট কালেকশন এবং কাস্টমার সাপোর্ট লাট্টু নিজেই পরিচালনা করে থাকে। এছাড়াও যেসব উদ্যোক্তাদের নিজস্ব পণ্য বা সেবা আছে তারা ও মার্চেন্ট হিসেবে লাট্টুতে রেজিস্টার্ড হয়ে সারাদেশে লাট্টুর ১০ হাজারের বেশি উদ্যোক্তা নেটওয়ার্ক ব্যবহার করে নিজের ব্যবসার প্রসার করতে পারেন সহজেই। এরই ধারাবাহিকতায় লাট্টু এবং চাকরি খুঁজব না চাকরি দেব এক সাথে বাংলাদেশের উদ্যোক্তা উন্নয়নে কাজ করবে। এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লাট্টু এর পক্ষ থেকে বিপ্লব ঘোষ রাহুল (সিইও, ইকুরিয়ার), প্রোডাক্ট ডেভেলপমেন্ট লিড সৈয়দ আসাদুজ্জামান ফুয়াদ, পার্টনারশীপ ম্যানেজমেন্ট লিড বিজিত দাস এবং ব্র্যান্ড ও মার্কেটিং লিড আশফাকুল আমিন আসিফ। অন্যদিকে চাকরি খুঁজব না চাকরি দেব থেকে উপস্থিত ছিলেন গ্রুপের কো-অর্ডিনেটর প্রমি নাহিদ, এডমিন জাহিদুল ইসলাম ও ইএসডিজি ফর বিডি এর প্রজেক্ট ম্যানেজার জাহানারা আমির।

ডটলাইনস গ্রুপ প্রেসিডেন্ট মাহবুবুল মতিন বিশ্বাস করেন, লাট্টু প্লাটফর্ম বাংলাদেশের অর্থনীতিতে উল্ল্যেখযোগ্য অবদান রাখবে। ১৮ কোটি মানুষের এই দেশে, মানুষের বেকারত্ব দূর করতে লাট্টু এক উদ্ভাবনী প্লাটফর্ম। মানুষ এখন থেকে ঘরে বসেই কোনো রকম পুঁজি বিনিয়োগ না করে তার নিজস্ব নামে একটি অনলাইন স্টোর খুলে নিজের ব্যবসা শুরু করতে পারে যেকোন সময়। শুধু তাই নয় তিনি আরো বলেন, লাট্টু প্লাটফর্মটি আমাদের দেশের নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠার জন্য এক অভাবনীয় প্লাটফর্ম।

Get in Touch

spot_imgspot_img

Related Articles

spot_img

Get in Touch

0FansLike
3,428FollowersFollow
0SubscribersSubscribe

Latest Posts