বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)-এর উদ্যোক্তা বিষয়ক প্ল্যাটফর্ম চাকরি খুঁজব না চাকরি দেব এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব ইনোভেশন অ্যান্ড অন্ট্রাপ্রেনিউরশিপ-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে ‘উদ্যোক্তা সমাবেশ-২০২৩’।
আগামী ২৮ জানুয়ারী ২০২৩ খ্রি. শনিবার, উদ্যোক্তাদের বিশেষ সেশন, আড্ডা, ফান, খাওয়া দাওয়া এবং নেটওয়ার্কিংয়ের সারাদিন ব্যাপি আয়োজন “উদ্যোক্তা সমাবেশ ২০২৩”-এ অংশ নিতে দ্রুত নিবন্ধন করুন।
নিবন্ধন করা যাবে আগামী ২০ জানুয়ারী ২০২৩ ইং, শুক্রবার পর্যন্ত।
নিবন্ধন ফিঃ ১০০০/- (এক হাজার টাকা)।
বিকাশ পেমেন্ট: 01924016037 (বিকাশ, মার্চেন্ট একাউন্ট)
এটি একটি বিকাশ মার্চেন্ট নম্বর। এজেন্ট থেকে বিকাশ করলে এটি মার্চেন্ট একাউন্ট, তা বলতে হবে। রেফারেন্সে আপনার নাম (যে নামে নিবন্ধন করবেন) এবং কাউন্টার নাম্বার ১ বলতে হবে। আপনার বিকাশ থেকে পেমেন্ট করলেও পেমেন্ট অপশনে গিয়ে রেফারেন্স (নিজ নাম) ও কাউন্টার নাম্বার ১ দিয়ে টাকা পেমেন্ট করতে পারবেন।
পেমেন্ট করা হয়ে গেলে যথাযথ তথ্য দিয়ে নিবন্ধন ফরম পূরন করুন।
নিবন্ধন লিংকঃ নিবন্ধন করতে এখানে ক্লিক করুন
নিবন্ধন সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে (01726855422) আবুল হাছান-এর সঙ্গে যোগাযোগ করা যাবে।