২০২০ এ মন্সটারর ডিজিটাল মার্কেটিং এজেন্সি হিসাবে কাজ শুরু করে ও আফিলিয়েট এর পাশাপাশি এন্টারপ্রাইস সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, কন্টেন্ট মার্কেটিং ও ওয়েব ডেভেলপমেন্ট সারভিস নিয়ে আসে। এছাড়া বর্তমান এ কোম্পানিটি Influencer মার্কেটিং, ফানেল ডেভেলপমেন্ট, মার্কেটিং অটোমেসন ও সফটওয়ার ডেভেলপমেন্ট সার্ভিস নিয়ে সিলেক্টেড ক্লাইট বেইজ এর সাথে কাজ করছে।
মন্সটারক বাংলাদেশ, আমেরিকা ও কানাডায় লাইসেন্সে আছে। এবং ৬০ এর মত গ্লোবাল টিম মেম্বার দিয়ে মুলত নর্থ আমেরিকান মার্কেট এ ১০০-এর বেশি ক্লাইন্ট কে বিভিন্ন সার্ভিস দিচ্ছে। মন্সটারর ২০২২ এ ইন্ডাস্ট্রি লিডারশীপ ক্যাটাগরি তে বিভিন্ন এওয়ার্ড পায় ও এর সিইও রিফাত আহমেদ বিশ্বখ্যাত Forbes এ ফিচারড হয় ও ফোর্বস বিজনেস কাউন্সেল মেম্বারশিপ পায়।
মন্সটারক্ল মুলত যাত্রা শুরু করে একটি আফিলিয়েট মার্কেটিং এজেন্সি হিসাবে ২০১৩ তে এবং ২০১৯ এ ওয়ার্ল্ড এর নাম্বার ১ কম্পানি ডিরেক্টরি সাইট ক্লাচ ডট কম এ গ্লোবালি নাম্বার ১ আফিলিয়েট এজেন্সি হিসাবে স্বীকৃতি পায়। এছাড়া নর্থ আমেরিকার ৮৭ তম লার্জেস্ট রিটেইল কোম্পানি, আফিলিয়েট মার্কেট ClickBank এর এশিয়া পাসিফিক এর পার্টনার মন্সটার।