সাবিহা ইসলাম বিথি স্বপ্ন দেখতেন পড়াশুনা শেষ করে চাকুরি করবেন। কিন্তু ২০১৬ সালে দেশের সবচেয়ে জনপ্রিয় দৈনিক পত্রিকা প্রথম আলোতে প্রকাশিত নারী উদ্যোক্তাদের সফলতা নিয়ে বিশেষ প্রতিবেদন তার স্বপ্নের পথ ঘুরিয়ে দেয়।
সিদ্ধান্ত নেন অন্য মেয়েরা যদি উদ্যোক্তা হিসেবে সফল হতে পারেন তাহলে তিনিও পারবেন। নিজের আত্নবিশ্বাস থেকে তিনি উদ্যোক্তা হিসেবে স্বপ্ন দেখতে শুরু করেন। কিন্তু শুরুতেই কাজে নেমে পরেননি। কারন তিনি যখন তার বড় ভাইয়ের রেস্টুরেন্ট ব্যবসায় যেতেন, দেখতেন প্রায়ই তাদের ব্যবসা বন্ধ রাখতে হচ্ছে, যেমন বাবুর্চি না আসলে রান্না হতো না, ফলে রেস্টুরেন্ট বন্ধ রাখতে হতো। ফলে তিনি প্রথমে দক্ষতা অর্জনের প্রতি জোর দেন এবং বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিতে শুরু করেন।
নিজে দক্ষ হলে সহজে কাজ করতে পারবেন এবং প্রথমেই কর্মীদের উপর নির্ভরশীল হওয়া লাগবে না।
পাট ও চামড়াজাত পণ্যের উৎপাদন ও বিপনন বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ নেওয়ার সময় চিন্তা করতে থাকলেন ভিন্ন কিছু করার। প্রশিক্ষণে অন্যদের সাথে নিজের পণ্যের ভিন্নতা নিয়ে আসলেন।
২০১৭ সালে পূর্ণতা ক্রাফট নামে নিজের উদ্যোগ শুরু করলেন কর্পোরেট গিফট আইটেম উৎপাদন করার মাধ্যমে। শুরুটা মোটেও সহজ ছিল না এই উদ্যোক্তার, কাঁচামাল সংগ্রহ করাটা সবচেয়ে বেশি ভূগিয়েছে বলে জানান বিথি ।
বর্তমানে পাটজাত পণ্য তৈরি করছেন এই উদ্যোক্তা, সামনে ব্যবসাকে আরোও বড় করার চিন্তা করছেন। এরই মধ্যে তার তৈরি টিস্যু বক্স ১৭ হজারের বেশি বিক্রি হয়েছে।
২০২২ সালে “আনিসুল হক কোহর্ট ফর গ্রোথ অফ উইমেন অন্টাপ্রেনিউরস” সম্পর্কে জানতে পারেন এবং সেখানে আবেদন করে নির্বাচিত হন। কোহর্টের পুরোটা সময় বিভিন্ন সেশনে অংশ নেন এই উদ্যোক্তা।
উল্লেখ্য, সাত মাসব্যাপী “আনিসুল হক কোহর্ট ফর গ্রোথ অফ উইমেন অন্টাপ্রেনিউরস”আয়োজিত হয় ঢাকার প্রয়াত মেয়র আনিসুল হকের স্মরণে গঠিত আনিসুল হক ফাউন্ডেশন, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) ও উদ্যোক্তাদের প্লাটফর্ম চাকরি খুঁজব না চাকরি দেব গ্রুপ এর যৌথ উদ্যোগে। পার্টনার হিসেবে ছিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন অ্যান্ড অন্ট্রাপ্রেনিওরশিপ বিভাগ, আনিসুল হক স্টাডি সেন্টার ও ভেঞ্চার ক্যাপিটাল বাংলাদেশ।