spot_imgspot_img

কুমিল্লার জায়ান্ট মার্কেটার্স পেল উদ্যোক্তা সম্মাননা

ঢাকা বাহিরে কুমিল্লার মত একটি ছোট জেলা শহর হতে ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে জায়ান্ট মার্কেটার্স। কুমিল্লায় বসে এরই মধ্যে ৫৫টি দেশে জায়ান্ট মার্কেটার্স সফটওয়্যার, ই-কমার্স, সাস, শপিফাই, ডিজাইন ও ডেভেলপমেন্ট প্রতিষ্ঠানগুলােেক এ-সংক্রান্ত সব – যেমন কৌশল প্রণয়ন করা থেকে সেগুলো বাস্তবায়নের সেবা দিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

এসইও, অ্যাফিলিয়েট মার্কেটিং, কনটেন্ট ডেভেলপমেন্ট ফর এসইও, ই-কমার্স, ওয়ার্ডপ্রেস সাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট, অনলাইন মার্কেটিং ও কনসালটেন্সি, বিজনেস প্রোমোশন এবং ডিজিটাল ব্র্যান্ডিংয়ের কাজ করার পাশাপাশি দেশ ও দেশের বাহিরে অফিসিয়াল ভাবে ৩০ জন ও ভার্চুয়ালী ২০ জনের স্থায়ী কর্মসংস্থানের পাশাপাশি খণ্ডকালীন চাকরির ব্যবস্থা করেছেন কুমিল্লাতে বসেই।

উত্তর আমেরিকায় ডিজিটাল মার্কেটিংয়ের পরিসেবা বাড়ানোর জন্য এপ্রিল, ২০২২ সালে জায়ান্ট মার্কেটার্স ইনকর্পোরেশন নামে ভ্যানকুভার, ব্রিটিশ কলাম্বিয়া, কানাডায় ব্রাঞ্চ প্রতিষ্ঠার মাধ্যমে তাদের ডিজিটাল মার্কেটিংয়ের ব্যবসায়িক কার্যক্রম শুরু করেছে।

২০২১ সালের কাজের সাফল্যের জন্য জায়ান্ট মার্কেটার্স-কে আইপিডিসি নিবেদিত উদ্যোক্তা সম্মাননা ২০২১ প্রদান করেছে।

Get in Touch

spot_imgspot_img

Related Articles

spot_img

Latest Posts