spot_imgspot_img

জয়িতা অ্যাওয়ার্ড পেলেন ’আনিসুল হক কোহর্ট’ সদস্য শওকত আরা ফাতিমা মৌ

গত ৯ ডিসেম্বর ২০২২ ’অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নারী’ ক্যাটাগরিতে জয়িতা পুরস্কার পেয়েছেন উদ্যোক্তা শওকত আরা ফাতিমা মৌ।
মহিলা বিষয়ক অধিদপ্তরের সাম্প্রতিক উত্তম চর্চা সমূহের মধ্যে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রম একটি। জয়িতা হচ্ছে সমাজের সকল বাধা বিপত্তি অতিক্রম করে বিভিন্ন ক্ষেত্রে সফল নারী র একটি প্রতিকী নাম। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দিক নির্দেশনায় ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে প্রতিবছর আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর হতে ১০ ডিসেম্বর) এবং বেগম রোকেয়া দিবস (৯ ডিসেম্বর) উদযাপন কালে দেশব্যাপী “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক একটি অভিনব প্রচারাভিযান শুরু হয়েছে। এ কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে তৃণমূলের সফল নারী তথা জয়িতাদের অনুপ্রানিত করার জন্য দেয়া হয় জয়ীতা পুরস্কার। সমগ্র সমাজ নারী বান্ধব হবে এবং এতে করে সমতাভিত্তিক সমাজ বিনির্মাণ ত্বরান্বিত করবে।
শওকত আরা ফাতিমা মৌ গত ৬ বছর ধরে এডুকেশন সেক্টরে কাজ করছেন। উনার উদ্যোগের নাম ’ফ্রেন্ডস কনসালটেন্সি’।
পুরস্কার পাওয়ার পর অনুভুতি প্রকাশ করতে গিয়ে মৌ বলেন, ”এটা আমার কাছে শুধু পুরস্কার না এটা আমার আগামী দিনের কাজ করার শক্তি এবং অনুপ্রেরণা”।
অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নারী ক্যাটাগরিতে পুরস্কার প্রাপ্ত শওকত আরা ফাতিমা মৌ চাকরি খুঁজব না চাকরি দেব আয়োজিত ‘আনিসুল হক কোহর্ট ফর গ্রোথ অফ উইমেন অন্টাপ্রেনিউরস’ এর সদস্য।

Get in Touch

spot_imgspot_img

Related Articles

spot_img

Latest Posts