spot_imgspot_img

’ডেভলপমেন্ট অব আইটি প্রফেশনালস বাংলাদেশ’ অনুষ্ঠিত

গতকাল ৬ মে কুমিল্লার নজরুল ইন্সটিটিউট কেন্দ্রে, কুমিল্লা অনলাইন প্রফেশনাল অ্যাসোসিয়েশনের আয়োজেনে ‘ডেভলপমেন্ট অব আইটি প্রফেশনালস বাংলাদেশ’ আয়োজন করা হয়।

উক্ত আয়োজনে কি-নোট স্পিকার ছিলেন প্রথম আলোর ডিজিটাল ট্রান্সফরমেশন ও যুব কার্যক্রমের প্রধান সমন্বয়ক জনাব মুনির হাসান, গ্লোবাল কনফারেন্স এলায়েন্স-এর সিইও ও ডগলাস কলেজ, কানাডার প্রফেসর ড. আফজালুর রহমান, বাংলাদেশ অরগানাইজেশন লার্নিং অ্যান্ড ডেভলপমেন্ট (বোল্ড) এর ফাউন্ডার ও প্রেসিডেন্ট কাজী এম আহমেদ এবং আইডিয়াল কম্পিউটারস অ্যান্ড আইটি প্রজেক্ট-এর ফাউন্ডার শরীফ মোহাম্মদ শাহজাহান।

বক্তারা তাদের বক্তব্যে ফ্রিলান্সাররা কিভাবে নিজেদেরকে ডেভলপমেন্ট করবে, কিভাবে নিজের লিডারশিপ ডেভলপমেন্ট করবে, কিভাবে কার্যকরি টিম গঠন করবে, নিজের মাইনসেট কিভাবে তৈরি করবে এবং অনলাইন যোগাযোগ করবে ইত্যাদি বিষয় নিয়ে বিস্তরিত আলোচনা এবং দিক নির্দেশনা প্রদান করেন।

১৫০ জনের অধিক অংশগ্রহণকারী এতে অংশনেয় যার মধ্যে অধিকাংশই অনলাইনের কোন না কোন সেক্টরের সাথে জড়িত বা অনলাইন মাধ্যমে নিজের কর্মসংস্থান এর পাশাপাশি অন্যদেরও কর্মসংস্থানের ব্যবস্থা করছেন। কেউ ফ্রিল্যান্সার, কেউ আইটি উদ্যোক্তা, কেউ অনলাইন প্রফেশনাল আবার কেউ এফ কমার্স এর সাথে জড়িত।

উক্ত আয়োজনে শারীরিক প্রতিবন্ধী ফ্রিলান্স গ্রাফিক ডিজাইনার জোবায়ের হোসেন এবং রেফায়েত হাসানকে সম্মাননা স্বারক দেওয়া হয়।

উল্লেখ্য, COPA – Cumilla Online Professional Association যার কার্যক্রম শুরু হয় ২০১৭ সালের সেপ্টেম্বর ১৬০ জনের একটি ইভেন্টে আয়োজনের মাধ্যমে, ঐ সময়ে বাংলাদেশের সকল জেলা পর্যায়ে এইটাই ছিল ফ্রিল্যান্সার আইটি প্রফেশনাল ও আইটি উদ্যোক্তাদের নিয়ে সবচেয়ে বড় আয়োজন।

কোপার মূল উদ্দেশ্যই হলো যারা ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে চায়, যারা ফ্রিল্যান্সার, আইটি উদ্যোক্তা  ও অনলাইন প্রফেশনাল হিসেবে কাজ করছে তাদের মধ্যে একটা কমিউনিকেশন তৈরি করা।

যার মাধ্যমে নিজেদের মধ্যে পরিচিত বাড়বে, আইডিয়া ও নলেজ শেয়ার করার মাধ্যমে নিজেদের অনেক সসমস্যা সমাধানের পথ বের হয়ে আসবে বলে জানান এর উদ্যোক্তারা।

 

Get in Touch

spot_imgspot_img

Related Articles

spot_img

Get in Touch

0FansLike
1,838FollowersFollow
0SubscribersSubscribe

Latest Posts