দেশের উদীয়মান নারী উদ্যোক্তাদের ব্যবসা বড় করার পরিকল্পনায় সহযোগিতা করার জন্য শুরু হচ্ছে ৭ মাস মেয়াদি কার্যক্রম। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হক এর নামানুসারে ‘আনিসুল হক কো-হর্ট ফর গ্রোথ অফ উইমেন অন্টাপ্রেনিউরস’ নামের কার্যক্রমটি যৌথভাবে বাস্তবায়ন করবে আনিসুল হক ফাউন্ডেশন, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) ও চাকরি খুঁজব না চাকরি দেব গ্রুপ।
উদ্যোগের বয়স ২ বছর কিংবা অধিক এবং মাসিক টার্নওভার দেড় লাখ টাকার উপরে হলেই নিবন্ধন করা যাবে এই কার্যক্রমের আওতায় আসতে। পরে প্রাথমিক বাছাই, অনলাইন গ্রুমিং সেশন শেষে চূড়ান্তভাবে নির্বাচিত করতে নারী উদ্যোক্তাদের বাছাই করা হবে। যারা চূড়ান্তভাবে নির্বাচিত ২৫ থেকে ৩০ জন নারীকে নিবিড় পর্যবেক্ষণের আওতায় আনা হবে।
প্রয়াত মেয়র আনিসুল হকের নামে এই কোহর্টটির উদ্দেশ্য- নিজেদের প্রতিশ্রুতি ধরে রেখে করে যে সমস্ত নারী উদ্যোক্তা একটা পর্যায় পর্যন্ত গিয়ে আর আগাতে পারছেন না তাদের সাহায্য করা। কাউকে মার্কেটিং প্ল্যান বানাতে, কাউকে সোয়াট এনিলিসিস করতে, কাউকে পিচ ডেক বানাতে, কাউকে টিম ম্যানেজমেন্ট কিংবা কাউকে রিক্রুটমেন্টে সহায়তা করা। এসবই করা হবে লম্বা সময় ধরে যাতে শুধু সমস্যা চিহ্নিত নয়, একই সঙ্গে সেটির সমাধানে এগিয়ে যাওয়ার কাজটা করা যায়। এ জন্য মোট সময়কাল প্রায় ৬ মাস। তার মানে এ নয় যে, ৬ মাস স্কুলের মতো ক্লাশ করতে হবে। শুরুতে একটা ২/৩ দিনের সেশনের পর থেকে সপ্তাহে একদিন করে অনলাইনে আড্ডা মতোন। নিজেদের মধ্যে আলোচনা। এনিলিসিস করে নতুন পথের সন্ধান বা পুরানো পথের গাঁথুনি শক্ত করা।
নিবন্ধন করতে হবে ২২ ফেব্রুয়ারির মাঝে এখানে – https://forms.gle/ izjBiYGrE1dFLDDn