রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গত ২৪ নভেম্বর ২০২২ থেকে ১০দিন ব্যাপি ’১০ম জাতীয় এসএমই পণ্য মেলা’ চলছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অভিভাবক এসএমই ফাইন্ডাশন প্রতি বছরের মতো এ বছরও এই মেলার আয়োজন করেছে। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু এ মেলা চলে রাত ৮টা পর্যন্ত। মেলা চলবে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত। এসএমই মেলা উপলক্ষে এসএমই ফাইন্ডেশন আয়োজন করছে বিভিন্ন বিষয় ভিত্তিক সেমিনার ও আলোচনা অনুষ্ঠান।
গত ৩০ নভেম্বর ২০২২, বুধবার, ১০ম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২২-এর অংশ হিসেবে এসএমই ফাউন্ডেশনের নারী-উদ্যোক্তা উন্নয়ন উইং’র তত্ত্বাবধানে ‘নারী উদ্যোক্তাদের জাতীয় ও আন্তর্জাতিক নেটওয়ার্ক: সংকট মোকাবেলার সম্ভাব্য কৌশল’ সেমিনার আয়োজন করা হয়।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের উইন্ডি টাউন হলে আয়োজিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের পরিচালক পর্ষদের সম্মানিত সদস্য জনাব হাসিনা নেওয়াজ ও জনাব মানতাশা আহমেদ এবং পর্ষদের সাবেক সম্মানিত সদস্য জনাব রাশেদুল করীম মুন্না।
ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. এম. আবু ইউসুফ। প্যানেল আলোচক ছিলেন ইস্টার্ন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল ও এসএমই ব্যাংকিং জনাব খোরশেদ আনোয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন ইন্সটিটিউটের অধ্যাপক ড. মেলিতা মেহজাবিন, বিশ্ব ব্যাংকের প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট জনাব হোসনা ফেরদৌস সুমি এবং গ্লোবাল অন্ট্রাপ্রেনিউরশিপ নেটওয়ার্ক-এর কান্ট্রি ডিরেক্টর জনাব কে এম হাসান রিপন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক জনাব ফারজানা খান।
বক্তারা নারী উদ্যোক্তাদের জাতীয় ও আন্তর্জাতিক নেটওয়ার্ক-এর বিষয়ে আলোচনা করেন।
সেমিনারে চাকরি খুঁজব না চাকরি দেব-এর উদ্যোক্তা, নারী-উদ্যোক্তা, গবেষক, ব্যাংকার, দাতা সংস্থার প্রতিনিধি, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।