spot_imgspot_img

প্যারা বিহীন একটি দিন ’উদ্যোক্তা সমাবেশ’

উদ্যোক্তাদের প্যারা বিহীন একটি দিন উদ্‌যাপন।

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) উদ্যোক্তাবিষয়ক উদ্যোগ ‘চাকরি খুঁজব না চাকরি দেব’ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব ইনোভেশন অ্যান্ড অন্ট্রাপ্রেনিউরশিপ বিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় ‘উদ্যোক্তা সমাবেশ ২০২৩’। আয়োজনের উদ্বোধন করেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান। এ সময় তিনি নিজের উদ্যোগের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

উদ্বোধনের পরেই শুরু হয় ‘উদ্যোক্তার দিনরাত্রি’–বিষয়ক আলোচনা। এতে আলোচক হিসেবে ছিলেন এফএম প্লাস্টিক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ তৌহিদুর রহমান, উইমেন ইন ডিজিটালের উদ্যোক্তা আচিয়া খালেদা নীলা, ই–কুরিয়ার লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা বিপ্লব ঘোষ ও শাবাব লেদারের মাকসুদা খাতুন। আলোচনায় তাঁরা বলেন, কাজের সময় দিনরাত বলে কিছু থাকে না। কাজ শেষ করাই তখন মূল লক্ষ্য।

‘উদ্যোক্তার মনের যত্ন’ বিষয়ে আলোচনা করেন মানসিক স্বাস্থ্যসেবা উদ্যোগ মনের বন্ধুর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তৌহিদা শিরোপা। তিনি বলেন, ‘মন ভালো না থাকলে কোনো কাজেই ভালোভাবে করা যায় না। তাই সবার আগে মন ভালো রাখতে হবে। তাহলেই আপনাদের উদ্যোগ ভালোভাবে এগিয়ে যাবে। শরীরের অসুখ সারাতে আমরা ওষুধ খাই, বিশ্রাম নিই, ডাক্তার দেখানোসহ অনেক কিছুই করি। কিন্তু মনের অসুখ ভালো করার জন্য তেমন কিছু করি না। এটা ঠিক না। শরীর ভালো রাখা যেমন কাজের জন্য গুরুত্বপূর্ণ, তেমনি মনকেও ভালো রাখাটা জরুরি।’

দিনব্যাপী এই উদ্যোক্তা সমাবেশে নানা অধিবেশন সেশন, আড্ডা, মজা, খেলাধুলা ও নেটওয়ার্কিংয়ের বিভিন্ন  আয়োজন ছিল।

হাঁড়ি ভাঙ্গা, মার্বেল দৌড়, মিউজিক্যাল চেয়ার ও মিউজিকের সাথে নাচ অনুষ্ঠিত হয়। প্রতিটি বিভাগের সেরাদেরকে পুরস্কার প্রদান করা হয়।

উদ্যোক্তা সমাবেশ ২০২৩-এর আয়োজনে পৃষ্ঠপোষকতা করেছে এফএম প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লি.। সহযোগিতায় ছিল এসকে কার্গো লিমিটেড, উইমেন ইন ডিজিটাল, স্টার কম্পিউটার সিস্টেমস্ লি. এবং বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লি.। পার্টনার হিসেবে ছিল নিজল ক্রিয়েটিভ, মনের বন্ধু, ই-ক্লাব, বাংলাদেশ উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন, ইউএনডিপি আনন্দ মেলা, কারুশৈলী কুটির শিল্প এবং ডব্লিউইবি ফাউন্ডেশন।

উদ্যোক্তা সমাবেশ নিয়ে প্রথম আলো অনলাইনে প্রকাশিত প্রতিবেদন পড়তে এখানে ক্লিক করুন

Get in Touch

spot_imgspot_img

Related Articles

spot_img

Latest Posts