যাত্রার শুরু থেকেই সকলের জন্য নিরাপদ প্রোটিন এই প্রতিপাদ্য নিয়ে কাজ করে চলেছে প্রোটিন মার্কেট। নিরাপদ খাদ্য নিশ্চিত করার এই প্রয়াসে প্রায় ৩০০০ এর অধিক মানুষের আস্থার উপর নাম প্রোটিন মার্কেট।
শুরু তে শুধু নিরাপদ গরুর মাংস ও নদীর ইলিশ মাছ দিয়ে যাত্রা শুরু করলেও পণ্য তালিকায় ধীরে ধীরে মাংসের উৎস হিসেবে যোগ হয়েছে দেশি মুরগী, খাসি, ভেড়ার মাংস। এ ছাড়া মাছের তালিকায় এসেছে নানা ধরনের নদী, বিল, হাওর ও চাষের মাছ। নিরাপদ খাদ্য নিশ্চিত করার পাশাপাশি প্রোটিন মার্কেট কাজ করছে নির্ঝঞ্ঝাট বাজার নিশ্চিত করতে। রেডি টু কুক অবস্থায় সকল প্রোটিন জাতীয় পণ্য সামগ্রী ঢাকা সিটিতে ক্রেতার দরজায় পৌঁছে দিতে কাজ করে প্রতিষ্ঠানটির নিজস্ব ডেলিভারি টিম।
এছাড়া গ্রাহক সেবার মান উন্নয়ন ও ক্রেতাদের নিকট পণ্য সহজলভ্য করতে প্রোটিন মার্কেট এক যোগে কাজ করছে চালডাল ডট কম, প্যান্ডামার্ট মত দেশ সেরা ইকমার্স প্রতিষ্ঠান গুলোর সাথে। পণ্য তালিকায় আরও নতুনত্ব নিয়ে সামনের দিন গুলোতে কাজ করার প্রত্যয়ে প্রোটিন মার্কেট এগিয়ে চলছে আগামীর পথে। দেশের সর্ববৃহৎ নিরাপদ প্রোটিন পণ্য সরবরাহকারি প্রতিষ্ঠান হিসেবে নিজেদের গড়ে তুলতে চায় প্রোটিন মার্কেট।
২০২১ সালের কাজের সাফল্যের জন্য প্রোটিন মার্কেট-কে আইপিডিসি নিবেদিত উদ্যোক্তা সম্মাননা ২০২১ প্রদান করেছে।