spot_imgspot_img

ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট নিয়ে উদ্যোক্তা আড্ডা

গত ০৮ জানুয়ারি বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের অফিসে উদ্যোক্তারা একত্রিত হন ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বিষয়ে আলাপ করার জন্য। আড্ডায় সঞ্চালনা করেন সাজ্জাত হোসেন, প্রতিষ্ঠাতা ও প্রধান পরামর্শক, বিডিপ্রেনার। তিনি লিখেছেন উদ্যোক্তা আড্ডার অভিজ্ঞতা।

প্রায় ২ বছর পর আমার কোন উদ্যোক্তা আড্ডায় বসতে পারলাম। গতকাল ছিল আমাদের বছরের প্রথম উদ্যোক্তা আড্ডা। এবারের আড্ডায় অনেক অনেক নতুন মুখ এবং উদ্যমী উদ্যোক্তাদের সাথে পরিচয় হলো। আড্ডার বিষয়বস্তু যদিও ছিল ফাইনান্স্যাল ম্যানেজমেন্ট তারপরেও শেখার এবং জানার অদম্য আগ্রহ থেকে অনেক হবু উদ্যোক্তাও আড্ডায় উপস্থিত ছিলেন। প্রায় ৩০ জন উদ্যোক্তার উদ্যোগ সম্পর্কে জানা, ফাইনান্স রিলেটেড এক্সপেরিয়েন্স শোনা, কেইস স্ট্যাডি নিয়ে আলোচনা করা এবং উদ্যোক্তাদের প্রশ্ন উত্তরে মুখরিত ছিল প্রায় আড়াই ঘন্টা। উদ্যোক্তাদের কেউ এসেছেন সাভার থেকে, কেউ বা নারায়ণগঞ্জ থেকে। গতকালকে বিকেলে ট্রাফিকের যে অবস্থা ছিল তাতে উত্তরা থেকেও যারা এসেছেন তাদের আগ্রহটাও ধর্তব্যের মধ্যে আনতেই হয়। সবাইকে আমার এবং গ্রুপের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

অংশগ্রহণকারী উদ্যোক্তাদের মধ্যে কেউ ছিলেন লিমিটেড কোম্পানির ওউনার। কেউ আবার সোল প্রোপ্রাইটরশীপ চালালেও ফাইনান্স ম্যানেজমেন্টে ভাল ইফোর্ট দিচ্ছেন। সবচেয়ে ভাল যে বিষয়টা লক্ষ্য করেছি তা হলো, প্রায় সবারই ট্রেডলাইসেন্স, টিআইএন এবং বিজনেসের নামে ব্যাংক একাউন্ট আছে। হিসাবপত্রও খাতায় লিখে রাখা হয়। এর মানে আমাদের উদ্যোক্তারা কিছু বিষয়ে সিরিয়াস হয়েছেন এবং এগিয়ে যাচ্ছেন। তবে আড্ডা থেকে দুটো দূর্বলতা আমরা পেলাম তার একটা হল – হিসাব কিতাব লিখে রাখলেও কেউ বছর শেষে ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শীট করেন না। ফলে সে জানতে পারে না যে তার বিজনেসের আসলে কি অবস্থা এবং পরবর্তী ডিসিশনটাই বা কি হবে বা নেয়া উচিত? আর পরের দূর্বলতাটা – প্রায় কেউই নিজের বেতন ধরেন না। সবারই কথা – আমার ব্যবসা আমি বেতন ধরে কি হবে? বা ব্যবসা তো ছোট, এখনই বেতন ধরলে তো হিসাব মিলবে না! এছাড়াও প্রাইসিং নিয়ে কুয়েরী ছিল। ক্ষুদ্র উদ্যোক্তারা প্রোডাক্টের প্রাইসিং সেট করতে গিয়েই হিমসিম খাচ্ছেন। আমরা আড্ডাতে এই বিষয়গুলোর একটা ইনফর্মাল সমাধান দিতে চেষ্টা করেছি। জানিনা আড্ডা থেকে উদ্যোক্তাদের কতটুকু উপকৃত করতে পেরেছি। তবে আমাদের সর্বাত্মক চেষ্টটা ছিল।

আড্ডায় যারা অংশ নিয়েছেন তাঁরা কাইন্ডলি আপনাদের অনেস্ট ফীডব্যাক আমাদের জানাবেন। আপনার এক্সপেরিয়েন্স বা স্পেসিফিক প্রশ্ন থাকলেও সেগুলো গ্রুপে পোস্ট করবেন। আমরা সহ গ্রুপের ডোমেইন এক্সপার্ট সদস্যগন সেগুলোর উত্তর দিতে চেষ্টা করবে। এখনকার সময়ে শেয়ারিং নলেজই তো পাওয়ার। দুইটা ঘোষণা দিয়ে এই লেখাটা শেষ করছি। ১) গতকাল আড্ডায় কিছু রিসোর্সের কথা বলেছি। সেগুলো সবাইকে আজকেই মেইল করে দেয়া হবে ইনশা-আল্লাহ। সাথে থাকবে আপনাদের প্রতিষ্ঠানের ফাইনান্স্যাল ম্যানেজমেন্ট ঠিক আছে কি না! সেটা চেক করানোর ফ্রি অফার। ২) হাতে কলমে বুককীপিং ও প্রোডাক্টের প্রাইসিং নিয়ে একটা কর্মশালার আয়োজন করার কথা ভাবছি। আপনাদের আগ্রহ ও সম্মতি পেলে দ্রুতই সেটা করে ফেলবো ইনশা-আল্লাহ। পরিশেষে, সবাইকে আবারো ধন্যবাদ। ভাল থাকবেন। স্বাস্থ্যবিধি মেনে চলবেন। পরিবার ও সমাজকে ভাল রাখতে স্বচেষ্ট হবেন। ইনশা-আল্লাহ শীঘ্রই দেখা হবে নতুন কোন আয়োজনে।

Get in Touch

spot_imgspot_img

Related Articles

spot_img

Latest Posts