spot_imgspot_img

সেরা নারী উদ্যোক্তা ’আনিসুল হক কোহর্ট’ সদস্য মাকসুদা খাতুন

শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, উৎপাদন শিল্প, তথ্য প্রযুক্তি ও সেরা নারী উদ্যোক্তাসহ ৬টি বিভাগে ৬টি উদ্যোগের ৭ জন সেরা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের হাতে দ্বিতীয়বারের মতো তুলে দেওয়া হয়েছে ‘আইডিএলসি-প্রথম আলো এসএমই পুরস্কার ২০২২’।

এ বছরের বিজয়ীরা হলেন কৃষি খাতে মোহাম্মদ ইমরুল হাসান (অর্গানিক চিকেন), শিক্ষা খাতে আয়মান সাদিক (টেন মিনিট স্কুল), স্বাস্থ্য খাতে মোসাম্মাৎ বিউটি বেগম (ইজি লাইফ ফর বাংলাদেশ), তথ্যপ্রযুক্তি খাতে সুবীর নকরেক (নকরেক আইটি ইনস্টিটিউট), উৎপাদনশিল্প খাতে আল–মামুন ও নাসিমুল হক (মাস্টার র‌্যাকস অ্যান্ড ফার্নিচার) ও সেরা নারী উদ্যোক্তা মাকসুদা খাতুন (শাবাব লেদার)।

সেরা নারী উদ্যোক্তা ক্যাটাগরিতে পুরস্কার প্রাপ্ত মাকসুদা খাতুন (শাবাব লেদার) চাকরি খুঁজব না চাকরি দেব আয়োজিত ‘আনিসুল হক কোহর্ট ফর গ্রোথ অফ উইমেন অন্টাপ্রেনিউরস’ এর সদস্য।

সোমবার ঢাকার হোটেল ইন্টার কন্টিনেন্টালে আয়োজিত অনুষ্ঠানে ছয়জন সেরা উদ্যোক্তার হাতে পুরস্কার তুলে দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইডিএলসি ফাইন্যান্সের এমডি ও সিইও এম জামাল উদ্দিন, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মাসুদুর রহমান প্রমুখ।

 

Get in Touch

spot_imgspot_img

Related Articles

spot_img

Latest Posts