spot_imgspot_img

আমদানী ব্যবসা নয়, রপ্তানী করুন

গ্রুপে বেশিরভাগই দেখি বিদেশ থেকে কোন কিছু এনে বিক্রি করার ব্যবসার দিকেই ঝোঁক বেশি, বিশেষ করে চীন থেকে। শুধু এই গ্রুপই কেন, কয়েক মাস খানেক আগে বনিক বার্তায় একটা রিপোর্ট দেখেছিলাম, ব্যবসা সংক্রান্ত একটা জরিপ থেকে দেখিয়েছে এই জাতী নাকি দোকানদারের জাতীতে পরিনত হয়েছে, যা মধ্যম আয়ের দেশ হিসেবে এদেশকে পরিনত করার জন্য বিরাট বাধা – প্রায় অসম্ভব। এদের উদ্দেশ্যে বলতে চাই, আমদানী সংক্রান্ত ব্যাবসায় কিন্তু মজা নাই। ব্যাবসার মজা রপ্তানীতে। আপনি যদি দেশ থেকে কোন জিনিস বিদেশে রপ্তানী করতে পারেন, তখন দেখবেন কত মজা। এক ডলার রপ্তানী করলে টাকায় উপার্জন হবে ৭৮ টাকা!

তাই বলি, আমদানীর চিন্তা না করে কোন কিছু রপ্তানী করার ব্যবসার কথা ভাবেন। কাজটা খুব কঠিন, কারন আমরা বাইরের দুনিয়া সম্পর্কে খুব কমই জানি। তারপরেও খোঁজ নিন। দেখুন কোথায় কি রপ্তানী করার সুযোগ আছে। আমি নিশ্চিত যদি ভালো ভাবে খুঁজতে পারেন, অনেক সুযোগ পাওয়া যাবে। দেশের বাইরে থাকতে দেখছি, প্রবাসী বাঙ্গালীরা দেশী পন্যের জন্য কতটা পাগল। ভারতীয় আলু যখন ৩ রিয়েলে পাওয়া যায়, বাঙালীরা তখন নিজের দেশের আলু ১০ রিয়েল করে কিনে খায়! ভেবে দেখুন কত বড় সুযোগ আছে। এ রকম আরো কত সুযোগ আছে নিশ্চয়ই! কষ্ট করে খুঁজুন – ভাল মত খোঁজ-খবর করুন। কিছু নিশ্চয়ই পেয়ে যাবেন।

পন্য রপ্তানী করতে না পারলে সার্ভিস রপ্তানী করুন। ফ্রি-ল্যান্স মার্কেটপ্লেসগুলোতে এখন কত কাজের সুযোগ তৈরী হয়েছে। অনেকে বলে শুধু বিড করি, কাজ পাই না। সত্যি কথা বলতে যারা কাজগুলো দেয় তারা কাজের লোক পায় না। কাজ পেতে গেলে চাই দক্ষতা। A+ ক্যাটাগরীর দক্ষতা। মার্কেটপ্লেসগুলোতে খুঁজে দেখুন কোন কাজ গুলোর সবচেয়ে বেশি চাহিদা আছে। কোন কাজগুলোর কাজের রেট সবচেয়ে বেশি। সেই কাজগুলো থেকে কোন একটি কাজ শিখতে শুরু করুন। শুধু সেই কাজটাতেই দক্ষতা বাড়ান – A+ ক্যাটাগরীর দক্ষতা। যখন মনে করবেন সেই রকম দক্ষ হতে পেরেছেন, তখন কাজের কিছু স্যাম্পল দিয়ে একটা ওয়েব সাইট বানান যেটা হবে আপনার পোর্টফোলিও। খুব হাই কোয়ালিটি কিছু কাজের স্যাম্পল এখানে রাখুন। এবার সেই কাজের বিড করা শুরু করুন। সম্ভাব্য কাজদাতাকে আপনার পোর্টফোলিও দেখান। তার কাজ কি করতে হবে সেটা জেনে কিছু কাজ তাকে বিনে পয়সায় খুব দ্রুত সময়ে করে দিন স্যাম্পল হিসেবে। দেখবেন কাজ পাবেনই। যদি সত্যিকারের দক্ষতা অর্জন করতে পারেন, তখনই দেখবেন কাজই আপনার পেছনে ছুটবে। তখন আয় করতে পারবেন ডলারে – এক ডলারের কাজ করলে ৭৮ টাকা একাউন্টে জমা হয়ে যাবে। তখন মজা পাবেন – নিশ্চিত! কম দামী সহজ কাজগুলোর পিছনে কখনোই ছুটবেন না যেগুলো করার জন্য দক্ষতার প্রয়োজন হয় না। সেগুলোতে কখনোই ভাল রেট পাবেন না, বরং হতাশ হবেন।

বিনিয়োগ শুধু অর্থই না – দক্ষতা এবং সময়ও অনেক বড় বিনিয়োগ। দক্ষতা অর্জন করুন। সফল হবেনই – ইনশাল্লাহ্!

লেখক- Rasedul Hasan Khan

Get in Touch

spot_imgspot_img

Related Articles

spot_img

Latest Posts