বি. টেক কনস্ট্রাকশন অ্যান্ড কনসাল্টিং মলূত একটি পরামর্শদাতা প্রতিষ্ঠান। মলূ কাজ হলো অবকাঠামোগত নির্মাণ বিষয়ে যাবতীয় পরামর্শ যেমন: ভূমি অধিগ্রহণ, পরিকল্পনা, বাজেট ও নকশা প্রণয়ন, প্রস্তাবিত জমির গুনগত মান বিশ্লেষণ ইত্যাদি প্রদান করা।
২০১৩ সালে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয় নাজমুন নাহার উর্মির বাবা ইঞ্জিনিয়ার মোঃ বদরূল আমীনের হাত ধরে। বাবার মৃত্যুর পর প্রতিষ্ঠানটির যাত্রা অব্যাহত রাখতেই উর্মির ব্যবসায় অঙ্গনে পা রাখা। সম্পূর্ন নতুন একটি বিষয়ে ব্যবসা করা অনেক বেশি চ্যালেঞ্জিং৷ তবে ব্যবসার মলূ নীতি অর্থাৎ “কাজের মান ও সততা” ধরে রাখলে অনেকটাই সহজ হয়ে যায় ব্যবসায়ের ক্ষেত্র। এরই ফলশ্রুতিতে, খবু অল্প সময়ে মানষেুর আস্থা অর্জন করতে পেরেছে প্রতিষ্ঠানটি।
উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনেক গুরুত্বপূর্ণ স্থাপনায় পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে ভূমিকা পালন করছে বি. টেক কনস্ট্রাকশন অ্যান্ড কনসাল্টিং। ভবিষ্যতে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিকভাবেও কাজ করার পরিকল্পনা করছে।
২০২২ সালের কার্যক্রমের জন্য বি. টেক কনস্ট্রাকশন অ্যান্ড কনসাল্টিং প্রতিষ্ঠানকে উদ্যোক্তা স্মারক ২০২২ প্রদান