spot_imgspot_img

উদ্যোক্তা সম্মাননা পেলেন মোহসিনা খানম

একাউন্টিং আউটসোর্সিং এবং ফিনান্সিয়াল অ্যাডভাইসরি সার্ভিস এর চাহিদা পূরণের লক্ষে ডি টেম্পেট লিমিটেড-এর যাত্রা শুরু হয় ২০১৭ সালে। প্রতিষ্ঠানটি স্টার্টআপ, এসএমই এবং এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানগুলোতে একাউন্টিং বিপিও এবং বিজনেস এডভাইসরি সার্ভিসেস প্রদান করে চলেছে।

নিজের অনুভূতি প্রকাশ করছেন মোহসিনা খানম ছবি: নিজল ক্রিয়েটিভ

বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাত থেকে ডি টেম্পেট সার্ভিস দিচ্ছে যথাক্রমে বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরায্য, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়াসহ আরো কয়েকটি দেশে। প্রতিষ্ঠানটি পেশাগত উৎকর্ষতা, নিষ্ঠা এবং প্রতিশ্রুতির কারনে এটি ACCA Approved Platinum employer হিসেবে স্বীকৃতপ্রাপ্ত।

মুনির হাসান এবং প্রমা তাপসী খান এফসিসিএ-এর হাত থেকে উদ্যোক্তা সম্মাননা গ্রহণ করছেন মোহসিনা খানম ছবি: নিজল ক্রিয়েটিভ

ডি টেম্পেট এর জনপ্রিয় সার্ভিসগুলোর মধ্যে রয়েছে ভার্চ্যুয়াল সিএফও, এক্সপোর্ট রেডিনেস, বিজনেস ভ্যালুয়েশ, বুককিপিং, অডিট, পে-রোল, ট্যাক্স অডভাইসরি, ব্যাংক ঋণ, ফান্ড রাইজিং এবং ইনভেস্টমেন্ট অডভাইসরি ইত্যাদি। ডি টেম্পেট যেকোনো ব্যবসায় ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এবং বিজনেস গ্রুথ প্ল্যানিং এর ইনোভেটিভ সমাধান নিয়ে কাজ করে থাকে। এই প্রতিষ্ঠানের অভিজ্ঞ, উদ্যমী সদস্যদের মাঝে বেশির ভাগ certified professional, যেমন FCCA, UAECA, CPA, FCA, CPFA, FCMA, ICAEW অন্যতম।

Get in Touch

spot_imgspot_img

Related Articles

spot_img

Latest Posts