spot_imgspot_img

ইউসুফ চৌধুরী সম্মাননা ২০২২ পেলো বিজকোপ

বিজকোপ বাংলাদেশে অবস্থিত একটি শীর্ষস্থানীয় ডিজিটাল মার্কেটিং এজেন্সি। গত প্রায় এক যুগ ধরে দেশে এবং দেশের বাইরে সফলতার সাথে সেবা দিয়ে আসছে বিজকোপ। বাংলাদেশ ছাড়াও আমেরিকার ফ্লোরিডাতে তাদের একটি সেলস অফিস আছে। 

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও), সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেইল মার্কেটিং, ডিজিটাল কন্টেন্ট ডেভেলপমেন্ট, ইনফ্লুয়ান্সার মার্কেটিং, ভিডিও প্রোডাকশন, ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট সার্ভিস দিয়ে বিজকোপ দেশের এবং দেশের বাইরের ব্যবসা এবং ব্র্যান্ড গুলোর রেভিনিউ বাড়াতে কাজ করে। 

এছাড়াও যারা বাংলাদেশে বসে আমেরিকাতে তাদের ব্যবসা শুরু করতে চাচ্ছেন তাদেরকে সহায়তা করছে বিজকোপ। আমেরিকান অন্যতম জনপ্রিয় প্রিন্ট অন ডিমান্ড প্রতিষ্ঠান গিয়ার বাবলের বাংলাদেশের প্রতিনিধি হিসেবে কাজ করছে বিজকোপ। 

ছবিতে বা থেকে বিজকোপের উদ্যোক্তা নাহিদ হাসান, শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল এবং জনাব মুনির হাসান। ছবি: নিজল ক্রিয়েটিভ

আমেরিকান ফিনটেক প্রতিষ্ঠান পেয়নিয়ারকে ও সেবা দিচ্ছে বিজকোপ। এছাড়া বেশ কিছু অটোমোবাইল এবং মর্টগেজ কোম্পানিকে সেবা দিয়ে আসছে বিজকোপ। কাজ করেছেন গ্লোবাল ব্র্যান্ড লজিটেক, মোবিল, সুইস গ্রুপ সহ আরো অসংখ্য প্রতিষ্ঠানের সাথে। 

এছাড়াও বাংলাদেশি ব্র্যান্ড গুলোকে গ্লোবাল পেমেন্ট গেটওয়ের সাথে যুক্ত করতে হেল্প করছে বিজকোপ। 

আরও পড়ুন লুনা শামসুদ্দোহা নারী উদ্যোক্তা সম্মাননা পেল ক্রিয়েটিভ সফট টেকনোলজি

বিজকোপের শুরুটা হয়েছিল তরুণ উদ্যোক্তা নাহিদ হাসান এর হাত ধরে ২০১০ সালে। সে সময় তাদের ব্র্যান্ড এর নাম ছিল আউটসোর্স বিডি।

সেখান থেকে শুরু করে আজ প্রায় ৫০ জনের একটি টিম নিয়ে কাজ করছে বিজকোপ। সেবা দিয়েছেন ১০০০ এর বেশি ক্লায়েন্টকে। সেবা দিচ্ছে ৩০টির বেশি দেশে। 

ছবিতে বা থেকে জনাব মুনির হাসান, বিজকোপের উদ্যোক্তা নাহিদ হাসান এবং শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল । ছবি: নিজল ক্রিয়েটিভ

তরুণ উদ্যোক্তাদের নলেজ ডেভেলপ করতে এবং কর্মসংস্থান তৈরিতে প্রতিনিয়ত নানাবিধ কাজ করে যাচ্ছে বিজকোপ। কর্মীদের জন্য নানাবিধ স্কীল ডেভেলপমেন্ট ট্রেইনিং, মেডিকেল এবং পার্কিং ফ্যাসিলিটি, বিয়ে এবং পেরেন্টাল ইনক্রিমেন্ট, ওভারসিস ট্রিপ এবং ইয়ারলি প্রফিট শেয়ারিং করে থাকে বিজকোপ। এসব সুবিধা কর্মীদের উজ্জীবিত রাখে এবং তাদের জন্য একটি পুরস্কার হিসেবে কাজ করে।

আরও পড়ুন নুরুল কাদের সম্মাননা পেলেন আজরা মাহমুদ

এছাড়াও কর্মীদের ব্যাক্তিগত জীবনকে এমপাওয়ার করতে মানি ম্যানেজেমেন্ট, ফিটনেস, ফ্যামিলি ইভেন্ট সহ নানাবিধ ইনিশিয়েটিভ নিয়ে থাকে। 

বিজকোপ ২০২২ সালে দুবাইতে অনুষ্ঠিত মার্কেটিং ২.০ অনুষ্ঠানে বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন এশিয়া প্যাসিফিক হিসেবে এওয়ার্ড পেয়েছে।

দেশের আইটি খাতে অবদান রাখায় কাজের স্বীকৃতি স্বরূপ ইউসুফ চৌধুরী সম্মাননা ২০২২ পেলো বিজকোপ। 

 

 

 

Get in Touch

spot_imgspot_img

Related Articles

spot_img

Latest Posts