১ম ধাপ :
আপনি যদি নতুন ট্রেড লাইসেন্স করতে চান তাহলে আপনার ব্যবসার ঠিকানাটা ঢাকা দক্ষিন সিটি করপোরসন এর যে অফিস এর আওতায় পড়েছে সেই অফিসে গিয়ে আবেদন ফরম সংগ্রহ করে । আবেদন করতে হবে ( ই-ট্রেড লাইসেন্স এর জন্য নতুন আবেদন ফরম তৈরী করা হয়েছে ) । আর আপরি যদি ট্রেড লাইসেন্স রিনিউ করতে যান তাহলে আপনি আপনার আগের পুরনো ট্রেড লাইসেন্সটি নিয়ে সংস্লিষ্ট অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে ।
২য় ধাপ :
আপনি যখন নতুন ট্রেড লাইসেন্স এর জন্য আবেদন করবেন তখন আপনাকে একটি তারিখ জানিয়ে দেয়া হবে । আপনি উক্ত তারিখে সংস্লিষ্ট অফিসে গেলে আপনাকে উনার আপনার ই -ট্রেড লাইসেন্স এর একটি ড্রাফট দেখাবেন এবং আপনাকে একটি ড্রাফট দিয়ে দিবেন । ড্রাফট এর মধ্যে আপনার একটি TRACKING নম্বর থাকবে যা আপনার পরবর্তী ধাপ এ কাজে লাগবে । ট্রেড-লাইসেন্স রিনিউ করতে দিলেও এ পর্যায়ে আপনাকে একটা ড্রাফট দিবে এবং সাথে TRACKING নম্বর থাকবে । এরপর থেকে নতুন ট্রেড লাইসেন্স এবং ট্রেড লাইসেন্স রিনিউ এর জন্য পরবর্তী ধাপগুলো একইভাবে অনুসরন করতে হবে ।
৩য় ধাপ :
ড্রাফট এর কপি নিয়ে এ পর্যায়ে আপনাকে ব্যাংক এ যেতে হবে এবং ব্যাংক আপনার TRACKING নম্বর দেখে আপনার কাছ থেকে টাকা জা নিবে । টাকা জমা দেবার কাগজপত্র অফিসে জমা দিলে আপনার ই-ট্রেড লাইসেন্স কবে পাবেন তার একটি তারিখ দিয়ে দিবে । উক্ত দিনে আপনি অফিসে গেলে আপনি আপনার নতুন অথবা রিনিউ ই-ট্রেড লাইসেন্স পেয়ে যাবেন ।
উক্ত প্রক্রিয়াটির জন্য ই-ট্রেড লাইসেন্স এর একটি আলাদা ওয়েব সাইট ওপেন করা হয়েছে । কিন্তু এই ওয়েব সাইট ব্যবহার করার বিষয়ে আরো সেবাগ্রহীতা পর্যায়ে তথ্য প্রয়োজন তবে ঢাকা দক্ষিন সিটি করপোরেসন ই-ট্রেড লাইসেন্স সেবা ত্বরান্তিত করার জন্য । সকল অফিসে হেল্প ডেস্ক ওপেন করেছে যাতে সেবাগ্রহীতাদের তথ্য পেতে কোন প্রকার সমস্যা না হয় । এছাড়া আপনি নিচের লিংক এ গেলেও আরো বিস্তারিত জানতে পারবেন ।