প্রতিবছর ১৯ নভেম্বর পালিত হয় নারী উদ্যোক্তা দিবস। গত বছর থেকে ‘চাকরি খুজব না, চাকরি দেব’ এই দিবস পালন করে আসছে। এ বছর ‘চাকরি খুজব না, চাকরি দেব’ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন এন্ড অন্ট্রপ্রিনিয়রশীপ বিভাগ একত্রে এই দিবস পালন করবে।
তারিখঃ ১৯ নভেম্বের, ২০১৮
স্থানঃ ব্যাংকোয়েট হল, ডিআইইউ
আয়োজকঃ
- চাকরি খুজব না চাকরি দেবো
- ইনোভেশন এন্ড অন্ট্রারপ্রিনিয়রশীপ ডিপার্টমেন্ট, ডিআইইউ
গোল্ড স্পন্সর : সাজগোজ ডট কম
সিলভার স্পন্সর : এসকে কার্গো, ই-কুরিয়ার
সহযোগী: প্রথম আলো, ডেইলি স্টার
কৌশলগত পার্টনার: আইপিডিসি, জেসিআই, বিডব্লিউআইটি
ফটোগ্রাফী পার্টনার : ল’ফটো
মিডিয়া পার্টনার নাগরিক টিভি, সি-নিউজ, ঢাকা এফএম
পার্টনার : বিডিভেঞ্চার, ই-ক্যাব, বাংলাদেশ ভেঞ্চার লিমিটেড, এফ এম প্লাস্টিক
লোগো বোর্ড স্পন্সর : আফরাজান, বাহারিকা, বেণীফুড, ঢুলি ডট কম, দয়ীতা, ডেল্টা নেটওয়ার্ক সিস্টেম (ডিএনএস) সফট্ওয়ার লিমিটেড, ডিজিটাল পাওয়ার অ্যান্ড টেকনোলজি, ফিনারি, ফিল্ড ডট বাজ, গিগাটেক লিমিটেড, গ্রাম্পি ফিশ, গ্লোবাল ইমারজিং টেকনোলজি নেটওয়ার্ক, আইটিএসডি, জেরেভ কনসালট্যান্ট, কারুকথা, পিটিআরসি রিহ্যাব অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টার, প্যানাচি হাব, লাফ এন লার্ন, কন্যা, ম্যাজিক রুটি মেকার, ওখানেই ডট কম, রেটরো কালারস, রঙিন মেলা, শৈলী, সিজনস্ বুটিক, শপ আপ ডট কম, শাওন ক্রাফট, সুরঞ্জনা, স্কীল জবস, তুরঙ্গমী, তাইকন, টান, ইউএন স্টিচড, ভাইপার, ওয়াহেদ ভিএফএক্স, ঋতু, ওমেন এন্ট্ররপ্রিনিয়রস বাংলাদেশ ( উইবিডি )।
it’s amazing . Very helpful for entrepreneurs to develop themselve.