spot_imgspot_img

ই-লোন মেলা শুরু হয়েছে

ঢাকার ধানমন্ডির মাইডাস সেন্টারে শুরু হয়েছে ই-লোন মেলা। ফিনটেক স্টার্টআপ শপআপ ও ব্র্যাক যৌথভাবে এই মেলার আয়োজন করেছে। মেলাতে রয়েছে শপআপ ই-লোন এপের মাধ্যমে ঋণের জন্য আবেদনের সুযোগ। শপআপের মাধ্যমে ব্র্যাকের কাছে এই ঋনের জন্য আবেদন করা যায়। এই ঋণের জন্য কোন কোলেটারালের প্রয়োজন হয় না।
অনলাইনের ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ প্রদানে সহায়তা করার জন্যই এই মেলা। শুক্রবার সকালে এই মেলার উদ্বোধন করেন ই-কমার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি রাজীব আহমেদ। এ সময় তিনি এপ ব্যবহার করে ৫০ হাজার টাকা ঋণের জন্য আবেদন করেন। এই মেলাতে ঋণ নেওয়ার পদ্ধতি ছাড়াও ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসার হিসাব পরিচালনা, ব্যাঙ্কের সঙ্গে লেনদেন, সময়মতো ঋণের কিস্তি পরিশোধ, ব্যবসা পরিচালনা বিষয়ক সেমিনারেরও আয়োজন করা হয়।

শনিবার মেলার দ্বিতীয় দিনে অনলাইন উদ্যোগের জন্য বিনিয়োগ সংগ্রহ ও ব্যবহার নিয়ে বলবেন আজকের ডিল-এর সিইও ফাহিম মাশরুর। অনলাইন বিজনেস এর ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবেন পিকাবু এর প্রাক্তন  সিইও শাহরিয়ার সাত্তার এবং মহিলাদের ক্ষমতায়নে অনলাইন কমার্স এর অবদান নিয়ে কথা বলবেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তিনকার জান্নাত মীম।

যারা আবেদন করতে চান তাদের জাতীয় পরিচয় পত্র, ছয়মাসের ব্যাংকের হিসাব বিবরণী ও উদ্যোগ সংক্রান্ত তথ্যাদি সঙ্গে নিয়ে যাবেন।

মেলা চলবে শনিবার রাত ৯টা পর্যন্ত।

Get in Touch

spot_imgspot_img

Related Articles

spot_img

Latest Posts