spot_imgspot_img

ফেসবুক মার্কেটিং সংক্রান্ত কোর্স

উদ্যোক্তা ও মার্কেটারদের জন্য ফেসবুক মার্কেটিং-এর একটি চারদিনের কোর্সের ঘোষণা দিয়েছে ‘চবকরি খুজব না চাকরি দেব”। আগামী ২৫,২৬.২৮ ও ২৯ জুলাই প্রতিদিন রাত আটটায় এই প্রশিক্ষণ চলবে। মোবাইল সেবাদানকারী প্রতিস্ঠানের প্রাক্তন ডিজিটাল মার্কেটার এই প্রশিক্ষণটি পরিচালনা করবেন। প্রশিক্ষণ সঞ্চালনা করবেন মুনির হাসান।

আয়োজন সম্পর্কে গ্রুপের সমন্বয়ক প্রিম নাহিদ জানান, “ফেসবুকের এলগোরিদমে প্রতিনিয়ত পরিবর্তন হয়। এই পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে না পারলে ফেসবুকে পর্যাপ্ত পরিমাণ ডলার বুস্টিং করেও কাঙ্খিত ফল পাওয়া যায় না। অনেকেই এ ক্ষেত্রে খরচের পরিমাণ বাড়িয়ে দেন যা তাদের ব্যবসার ওপরই চাপ সৃষ্টি করে। কিন্তু আখেরে লাভ হয় না”। তিনি আরও জানান ফেসবুক মার্কেটিং-এর কিছু বেসিক বিষয় জানা থাকলে এই সংকট থেকে পরিত্রান পাওয়া যায়।

উদ্যোক্তা ও মার্কেটারদের জন্যই এই কোর্স। তবে সহজভাবে বললে ওয়ান ম্যান আর্মিদের জন্যই এটি অতি জরুরী। এ কোর্সে ফেসবুক মার্কেটিং-এর মূল বিষয়গুলো ধরিয়ে দেওয়া হবে। এর বিষয়বস্তুর উল্লেখযোগ্য হলো -Why strategize, Set goals first, Target audience, Prepare a calendar, Analyze content performance, Promotion and distribution, Step by step process of creation of your page, Why do we need business manager, Ad account creation, Install Facebook pixel, Custom audiences and All targeting parameters, Step by step process, Ad level, Ad set level, Campaign level ইত্যাদি।

এটি একটি অনলাইন ইন-পার্সন ইনস্ট্রাকটর লেড কোর্স। জুম প্ল্যাটফর্মে শুধু নিবন্ধিতদের জন্য এই কোর্স।

কোর্স ফী – নিয়মিত – ১০০০ টাকা। তবে চলতি উদ্বোধনী ব্যাচের জন্য – ৫৯০ টাকা মাত্র।নিবন্ধনের শেষ দিন ২৩ জুলাই

নিবন্ধন ও অন্যান্য তথ্যের জন্য  এখানে ক্লিক করুন

Get in Touch

spot_imgspot_img

Related Articles

spot_img

Latest Posts