spot_imgspot_img

জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কারের আবেদন আহবান

কর্মসংস্থান সৃষ্টিসহ অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখছেন কিংবা সৃজনশীল উদ্যোগের মাধ্যমে নতুন উদ্যোক্তা উন্নয়নে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন- এ ধরনের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাকে স্বীকৃতি ও উৎসাহ প্রদানের লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন প্রতি বছর ‘জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার’ প্রদান করে থাকে। এ লক্ষ্যে উদ্যোক্তাদের নিকট হতে উন্মুক্ত আবেদন / দরখাস্ত সংগ্রহ পরবর্তীতে স্বচ্ছ প্রক্রিয়া ও সুনির্দিষ্ট ক্রাইটেরিয়া অনুসরণ করে স্বাধীন জুরি বোর্ডের মাধ্যমে পুরস্কারের জন্য যোগ্য উদ্যোক্তা বাছাই করা হয়। পুরস্কারপ্রাপ্ত উদ্যোক্তাদের অনুকূলে নগদ অর্থসহ ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। ফাউন্ডেশন আয়োজিত জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ পুরস্কার বিতরণ করা হয়। বিগত বছরসমূহে মাননীয় প্রধানমন্ত্রী পুরস্কারপ্রাপ্ত উদ্যোক্তাদের অনুকূলে পুরস্কার বিতরণ করেছেন।

এ ধারাবাহিকতায় জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৩ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নভেম্বর ২০২৩ এ অনুষ্ঠেয় জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হবে। পুরস্কারের জন্য শুধু উৎপাদন অথবা সেবামূলক’ ব্যবসার সাথে সংশ্লিষ্ট উদ্যোক্তাদেরকে বিবেচনা করা হবে এবং পুরুষ ও নারী উদ্যোক্তাদের পৃথকভাবে পুরস্কার প্রদান করা হবে। এছাড়া একটি স্টার্টআপ এবং একজন সফল উদ্যোক্তাকে বিশেষ পুরস্কার প্রদান করা হবে। ট্রেডিং ব্যবসার সাথে সংশ্লিষ্ট উদ্যোক্তাদের পুরস্কারের জন্য বিবেচনা করা হবে না।

জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৩ এর জন্য সারা দেশের উদ্যোক্তাদের নিকট হতে আবেদন আহবান করা যাচ্ছে। আগ্রহী উদ্যোক্তাগণ যেকোন একটি ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন। আবেদনপত্রসহ বিস্তারিত তথ্য এসএমই ফাউন্ডেশনের ওয়েবসাইট (www.smef.gov.bd) এবং ভেরিফাইড ফেসবুক পেইজ (SME Foundation), এসএমই ফাউন্ডেশন ও ইনস্টিটিউট অব এসএমই ফাউন্ডেশন (জহির স্মার্ট টাওয়ার, ২০৫/১/এ, বেগম রোকেয়া সরণি, ঢাকা) এর কার্যালয়ে পাওয়া যাবে। আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে সংশ্লিষ্ট ডকুমেন্টসহ ১০ সেপ্টেম্বর ২০২৩ রবিবার এর মধ্যে অনলাইন, ই-মেইল (info@smef.gov.bd) অথবা ফাউন্ডেশন কার্যালয়ে সরাসরি প্রেরণ করতে হবে। আবেদন যথাযথভাবে পূরণ না হলে অথবা আবেদনের সাথে প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্টস দাখিল করা না হলে আবেদন বাতিল বলে গণ্য করা হবে।

সারা দেশে উদ্যোক্তা নিয়ে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে কাজ করে এ ধরনের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিশেষ করে ট্রেডবডি, অ্যাসোসিয়েশন, উদ্যোক্তা সংগঠন, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, এনজিও, দেশী-বিদেশী উন্নয়ন সংস্থার দৃষ্টিতে যদি কোন উদ্যোক্তা বা প্রতিষ্ঠানকে পুরস্কারের জন্য যোগ্য বিবেচিত হয়, সেক্ষেত্রে প্রতিষ্ঠানটি উক্ত উদ্যোক্তা প্রতিষ্ঠানের সম্মতিক্রমে পুরস্কারের জন্য সুপারিশসহ আবেদন করতে পারবে।

পুরস্কারের ধরন/ক্যাটাগরি

  • বর্ষসেরা মাইক্রো উদ্যোক্তা (পুরুষ)
  • বর্ষসেরা মাইক্রো উদ্যোক্তা (নারী)
  • বর্ষসেরা ক্ষুদ্র উদ্যোক্তা (পুরুষ)
  • বর্ষসেরা ক্ষুদ্র উদ্যোক্তা (নারী)
  • বর্ষসেরা মাঝারি উদ্যোক্তা (পুরুষ)
  • বর্ষসেরা মাঝারি উদ্যোক্তা (নারী)
  • বর্ষসেরা স্টার্টআপ প্রতিষ্ঠান
  • বিশেষ উদ্যোক্তা পুরস্কার

Get in Touch

spot_imgspot_img

Related Articles

spot_img

Latest Posts