spot_imgspot_img

পিটিআরসির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

শুভানুধ্যায়ী, অতিথিসহ নানান ব্যক্তিবর্গের অংশগ্রহণ ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে হেলথ কেয়ার সেন্টার “ফিজিক্যাল থেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার (পিটিআরসি)’র ৫ম বর্ষ পূর্তির আয়োজন। গত ৩০ নিভেম্বর ঢাকার উত্তরার ৪ নং সেক্টরে পিটিআরসির কার্যালয়ে এ উপলক্ষে এক পিঠঅ উৎসবের আয়োজন করা হয়। উৎসবে যোগ দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, বিশিষ্ট অর্থনীতিবিদ আকবর আলী খান, বিজিএমইই-এর প্রাক্তন সভাপতি আতিকুল ইসলাম, সাজেদা ফাউন্ডেশনের প্রাক্তন সভাপতি  সাজিদা হুমায়ূন কবীর, মনোচিকিৎসক ডা. মোহিত কামাল, স্কিটির প্রাক্তন অধ্যক্ষ আবদুল ওয়াদুদ, বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান, ট্যানের প্রতিষ্ঠানতা তানিয়া ওয়াহাব প্রমূখ।
বিকেল থেকে একে একে হাজির হতে থাকেন অতিথি ও শুভানুধ্যায়ীরা। তাদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েন পিটিআরসির প্রতিষ্ঠাতা উম্ম শায়লা রুমকী ও রাকিবুল ইসলাম। ভাপা, চিতই, পাটিসাপটা, পুলি, সাঁচের পিঠাসহ নানা আয়োজনে চলতে থাকে আড্ডা ও কুশল বিনিময়।

উল্লেখ্য, ২০১৩ সালে পিটিআরসি উত্তরায় ৪নং সেক্টরে তাদের কার্যক্রম শুরু করে। বর্তমানে মিরপুরেও একটি শাখা রয়েছে। প্রথমে এটি একটি ফিজিও থেরাপি সেন্টার হলেও বর্তমানে এটি একটি হেলথ কেয়ার সার্ভিস হিসাবে পরিচিতি পেয়েছে। বর্তমানে পিটিআরসি ফিজিওথেরাপি,অকুপেশনাল থেরাপি,স্পীচ থেরাপি,চাইল্ড কাউনসিলিং,ফিটনেস প্রোগ্রাম, এন্টিনেটাল ক্লাস,জেরিয়াট্রিক হোম সার্ভিস দিচ্ছে। এছাড়াও জনগনের মধ্যে ফিজিও থেরাপি চিকিৎসা ও গর্ভকালিন সময়ে এন্টিনেটাল কেয়ার নিয়ে বিভিন্ন ব্লগে,জাতীয় দৈনিকে,টেলিভিশনে,অনলাইনে,ফেইসবুক লাইভে,এবং পিটিআরসি পেইজ ও ওয়েব সাইটের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা হয়ে থাকে।

পিটিআরসি পেয়েছে ‘চাকরি খুজব না, চাকরি দেব’-এর উদ্যোক্তা সম্মাননা ২০১৬।
পিটিআরসির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক উম্মে শায়লা রুমকি আশা করেন, মানুষের ভালোবাসা নিয়ে পিটিআরসি তাদের দক্ষতা ও আন্তরিকতা দিয়ে বহু পথ যাবার জন্য প্রস্তুত।

 

 

Get in Touch

spot_imgspot_img

Related Articles

spot_img

Latest Posts