spot_imgspot_img

১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে উদ্যোক্তা সম্মাননা ২০২২

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) উদ্যোক্তা বিষয়ক কার্যক্রম ‘চাকরি খুজব না, চাকরি দেব’ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন অ্যান্ড অন্ট্রাপ্রেনিউরশিপ ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে আগামী ১৫ই ডিসেম্বর ২০২৩, সোবহানবাগের ড্যাফোডিল প্লাজার ৭১ মিলনায়তনে অনুষ্ঠিত হবে উদ্যোক্তা সম্মাননা ২০২২। যথারীতি নুরুল কাদের, ইউসুফ চৌধুরী ও লুনা শামসুদ্দোহা সম্মাননার পাশাপাশি নবীন উদ্যোক্তা স্মারক ও উদ্যোক্তা সম্মাননা প্রদান করা হবে ১০ম বারে আয়োজিত এই আয়োজনে।

এই সম্মাননা যারা পান, যেমন: গাজী তৌহিদুর রহমান বা নাজমা খাতুন তারা দুইজনই ইউসুফ চৌধুরী সম্মাননা পেয়েছেন এবং তারপর জাতীয় এসএমই পুরস্কার পেয়েছেন। এই দলে আরও আছেন রেজবিন হাফিজ ও ইশরাত জাহান চৌধুরী। উদ্যোক্তা সম্মাননা পাওয়া মাকসুদা খাতুন পরে তিনি পেয়েছেন আইডিএলসি-প্রথম আলো এসএমই পুরস্কার। উদ্যোক্তা সম্মাননা প্রাপ্ত জুমশেপারের (এখন ওলিও) কাউসার আহমেদ, তিনি দেশের সর্বোচ্চ পঠিত জাতীয় দৈনিকের প্রথম পাতায় শিরোনাম হোন। কেউ কেউ এই পুরস্কার পাওয়ার পর অন্যান্য পুরস্কার যেমন জেতেন তেমনি জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে ফান্ডিং পান। এর একটাই মানে সেটা হলো এই সম্মাননা হলো একটি আর্লি ফাইন্ডার উদ্যোগ। চাকরি খুঁজব না চাকরি দেব যাদেরকে খুঁজে পায় তারা কিছুটা হলেও অন্যদের চোখে পরেন। এটাই আমি মনে করি আমাদের এই প্ল্যাটফর্মের একটি বড়ো সাফল্য, বলছিলেন চাকরি খুঁজব না চাকরি দেব-এর সভাপতি মুনির হাসান। তিনি আরো বলেন, প্রতিবছরই আমরা এমন সব উদ্যোক্তাদের খুঁজে বের করি যারা তাদের নিজেদের কাজে, কর্মে ও আত্মবিশ্বাসে দীর্ঘ পথ পরিক্রমায় নেমে পড়েছেন। তারা জেনে গেছেন পথে নামলেই পথ চেনা যায়।

অপেক্ষার পালা শেষ হচ্ছে ১৫ ডিসেম্বর, জানা যাবে কারা পচ্ছে নুরুল কাদের, ইউসুফ চৌধুরী ও লুনা শামসুদ্দোহা সম্মাননা ২০২২, পাশাপাশি নবীন উদ্যোক্তা স্মারক ও উদ্যোক্তা সম্মাননা ২০২২।
এই আয়োজনে উদ্যোক্তাদের আমন্ত্রণ। বিস্তারিত তথ্য ও উদ্যোক্তা সম্মাননার আপডেট পেতে চাকরি খুঁজব না চাকরি দেব-এর ফেসবুক গ্রুপ ও ফেসবুক পেজে নিয়মিত ভিজিট করুন।

Get in Touch

spot_imgspot_img

Related Articles

spot_img

Latest Posts