spot_imgspot_img

উদ্যোক্তা সম্মাননা ২০২২-এর মনোনয়ন আহবান

চাকরি খুঁজব না, চাকরি দেব-এর উদ্যোগে বিগত বছর সমূহের মতো ২০২২ সালের উদ্যোক্তা সম্মাননা ও নবীন উদ্যোক্তা স্মারক প্রদানের লক্ষে মনোনয়ন আহবান চলছে। আগামী ১৪ অক্টোবর ২০২৩ পর্যন্ত মনোনয়ন প্রদান করা যাবে।

এ জন্য যে কেউ এমনকী উদ্যোক্তা নিজেও মনোয়নকারী হতে পারবেন। প্রাথমিক ভাবে নির্বাচিতদের সঙ্গে বাড়তি তথ্যের জন্য সম্মাননা কর্তৃপক্ষ যোগাযোগ করবেন। জুরি প্যানেল চূড়ান্ত বিচারকার্য সম্পন্ন করবেন।

বিগত বছর সমূহের ন্যায় এাবরও একটি উদ্যোগের উদ্যোক্তাকে নুরুল কাদের সম্মাননা, একজনকে ইউসুফ চৌধুরী সম্মাননা, একজনকে লুনা সামসুদ্দোহা নারী উদ্যোক্তা সম্মাননা এবং ক্যাটাগরি ভিত্তিতে কয়েকজনকে উদ্যোক্তা সম্মাননা ও নবীন উদ্যোক্তা স্মারক প্রদান করা হবে।

মনোনয়ন দেওয়ার সময় উদ্যোক্তা এবং তাঁর উদ্যোগ উভয়কে বিবেচনা করার জন্য অনুরোধ করা হয়েছে। তিনি যে সমস্যার সমাধান করেছেন কিংবা পুরাতনকে নতুন করে সাজিয়েছেন সেটার কথা উল্লেখ করতে হবে। উদ্যোক্তার নাম পরিচয় ফোন নম্বর এসব সঠিকভাবে লিখুন যাতে বিচারক প্যানেল তার সঙ্গে যোগাযোগ করতে পারেন।

বিগত বছর সমূহে আমাদের সম্মাননাটি জাতীয় সম্মাননার পূর্ব ধাপ হিসেবে স্বীকৃতি পাচ্ছে। পরপর তিনজন উদ্যোক্তা আমাদের স্বীকৃতি পাওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে জাতীয় এসএমই পুরস্কার গ্রহণ করেছেন। এছাড়া নির্বাচিতদের নিয়ে জাতীয় দৈনিকে প্রথম পাতার শীর্ষ প্রতিবেদন হয়েছে। এদের কেউ কেউ আইডিএলসি -প্রথম আলো এসএমই পুরস্কার পেয়েছেন।

উদ্যোক্তা সম্মাননা ২০২২ এর মনোনয়ন জমা দিতে এখানে ক্লিক করুন

১৪ অক্টোবর তারিখের মধ্যে মনোনয়ন জমা দিতে হবে।

উদ্যোক্তা সম্মাননা বিষয়ে আরোও তথ্য জানা যাবে চাকরি খুঁজব না, চাকরি দেব গ্রুপের ফেসবুক পোস্ট থেকে।

Get in Touch

spot_imgspot_img

Related Articles

spot_img

Latest Posts