spot_imgspot_img

বাজেট ২০২১-২০২২ : নারী উদ্যোক্তাদের জন্য সু-সংবাদ

আগামী ২০২১-২২ অর্থবছরের বাজেটে নারী উদ্যোক্তাদের জন্য একটি বিশেষ সুখবর থাকতে পারে বলে জানিয়েছে দৈনিক প্রথম আলো। ৩০ মে ২০২০ তারিখে প্রকাশিত ২০২১-২০২২ বাজেট সংক্রান্ত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে কোনো নারী উদ্যোক্তার বার্ষিক লেনদেন যদি ৭০ লাখ টাকার কম হয়, তাহলে ওই উদ্যোক্তাকে কোনো কর দিতে হবে না। তিনি কর অব্যাহতি পাবেন। এখানে উল্লেখ্য যে, এই হার ৫০ লক্ষ টাকা। অর্থাৎ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বার্ষিক ৫০ লাখ টাকা পর্যন্ত লেনদেনে কোনো কর দিতে হয় না।

নারী উদ্যোক্তাদের ব্যবসা-বাণিজ্যে আগ্রহ বাড়াতে করমুক্ত লেনদেন সীমা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দায়িত্বশীল সূত্রের উদ্ধৃতি দিয়ে প্রথম আলো এই সংবাদ দিয়েছে।

“বার্ষিক লেনদেন বা টার্নওভারের নির্দিষ্ট সীমা অতিক্রম করলে ব্যবসা খাত ভেদে নির্দিষ্ট করপোরেট কর দিতে হয়। আগামী ৩ জুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আগামী অর্থবছরের বাজেট ঘোষণা করবেন। সেখানেই তিনি নারী উদ্যোক্তাদের জন্য টার্নওভারের ভিত্তিতে কর অব্যাহতির সীমা বৃদ্ধির প্রস্তাব করতে পারেন”।

বাংলাদেশে নারী উদ্যোক্তাদের জন্য এত দিন আলাদা কোনো কর অব্যাহতি ছিল না। পুরুষ উদ্যোক্তাদের সঙ্গে তাল মিলিয়ে তাঁদের ব্যবসা করতে হয়। তাই আগামী বাজেটে নারী উদ্যোক্তাদের কিছুটা স্বস্তি দিতেই নতুন এই উদ্যোগ।

 

Get in Touch

spot_imgspot_img

Related Articles

spot_img

Latest Posts