ক্রিয়েটিভ সফট টেকনোলজি ২০১৭ সালে সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি হিসেবে বাংলাদেশ তাদের কার্যক্রম শুরু করে। দেশিয় মার্কেটে সরকারি বিভিন্ন প্রজেক্ট-এর সাথে কাজ করার পাশাপাশি ইন্টারন্যাশনাল মার্কেটে তাদের কাজের পরিধি অনেক বেড়ে চলেছে। মূলত সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন সহ বিভিন্ন টেকনোলজি বিষয় নিয়ে প্রতিষ্ঠানটি কাজ করছে। সরকারি বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠান, ইউ এন এবং বিশ্বব্যাংক এর সাথে কোম্পানিটি কাজ করছে।
সরকারি অঙ্গ প্রতিষ্ঠান এটুআই (A2I) এর সাথে করোনা কালীন সময়ে জাতীয় শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে ক্রিয়েটিভ সফট টেকনোলজি বিশেষ ভুমিকা পালন করেছে। জাতীয় শিক্ষক বাতায়ন, জাতীয় কিশোর বাতায়ন এর কারিগরি সহায়ক হিসেবে ক্রিয়েটিভ সফট টেকনোলজি কাজ করেছে। শিক্ষক বাতায়ন এর জন্য ২০১৯ সালে জাতীয় আইসিটি পুরস্কার লাভ করে।
আরও পড়ুন ‘উদ্যোক্তা সম্মাননা ২০২২’ পেলেন ১৯ তরুণ উদ্যোক্তা
বর্তমানে ক্রিয়েটিভ সফট টেকনোলজি দেশিয় কাজের পাশাপাশি পুরোদমে আন্তর্জাতিক মার্কেটে বিশ্বস্ততার সাথে কাজ করে যাচ্ছে। আন্তর্জাতিক কাজের মাধ্যমে বর্তমান বাংলাদেশের অর্থনীতিতে ডলার সংকট নিরসনে কোম্পানিটি বিশেষ অবদান রাখছে।
ক্রিয়েটিভ সফট টেকনোলজির ম্যানেজিং ডাইরেক্টর দায়িত্ব পালন করছেন নাহিদা জাহান। বাংলাদেশে যে সকল নারী উদ্যোক্তা তথ্য–প্রযুক্তি নিয়ে কাজ করছেন নাহিদা জাহান তাদের মধ্যে অন্যতম। সততা, নিষ্ঠা আর কর্মের মাধ্যমে, কারও কাছে থেকে এখন পর্যন্ত কোন আর্থিক সহায়তা ছাড়া নাহিদা নিজের প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন।
বিগত বছরগুলোতে নাহিদা জাহান বিশ্ব ব্যাংক, ইউএনডিপির আইসিটি কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। নাহিদা জাহান ইতিমধ্যে চাকরি খুজবো না চাকরি দিব গ্রুপ থেকে ২০২০ সালে উদ্যোক্তা সম্মাননা পুরস্কার লাভ করেছেন।
২০২২ সালের কার্যক্রমের জন্য ক্রিয়েটিভ সফট টেকনোলজি লিমিটেড-কে “লুনা শামসুদ্দোহা নারী উদ্যোক্তা সম্মাননা ২০২২” প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর ২০২৩, শুক্রবার ঢাকার ড্যাফোডিল প্লাজার ৭১ মিলনায়তনে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)-এর উদ্যোক্তা বিষয়ক কার্যক্রম চাকরি খুঁজব না চাকরি দেব এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন অ্যান্ড অন্টারপ্রিনিউরশিপ ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে ১০ম বারের মতো তরুণ উদ্যোক্তাদের সম্মানিত করা হয়। ১৯ জন উদ্যোক্তাকে এই সম্মাননা দেয়া হয়।